ছোটকথা
অনেক কথা বলার থাকলেও
যায়না বলা তত সহজে,
কিছু ভাষা ঠোঁটে আসলেও
রাখতে হয় শুধু মগজে!তবুও ভাষায়, তবুও আশায়
বাঁচতে হয় আমায় তোমায়,
আলোর মাঝে, অসীম সাজে
কাটে এ জীবন ক্ষীণকায়।
নাজিম
View : 59
ছোটকথা
অনেক কথা বলার থাকলেও
যায়না বলা তত সহজে,
কিছু ভাষা ঠোঁটে আসলেও
রাখতে হয় শুধু মগজে!তবুও ভাষায়, তবুও আশায়
বাঁচতে হয় আমায় তোমায়,
আলোর মাঝে, অসীম সাজে
কাটে এ জীবন ক্ষীণকায়।
নাজিম