চট্টগ্রামের আঞ্চলিক ভাষার কবিতা
লাহা
লাহা মাইনি যেদ্দুর নঅ
তিন এদ্দুুর গঅন,
জমিদারি নাই, তবু জমিদার তেই
লাহা এল্লেই বুঝন!
লাহা মারি ঢাহা ফইরজি
হত হাজারঅ হাবিল,
যেদ্দুর নঅ, তিন এদ্দূর গঅন
মিছে হতার শামিল।
তোঁয়ার দাদা শেঠঅর আছিল
দশ বিশ দোন জমিন,
চঅর বঅর, ফইর জাঁআলে
হাইচ্ছুতে দেহির কমিন!
চৌধিরি বংশ বা খান বংশ
অইবু এক্কান ইতিহাস,
ইয়িন হই হই হদিন চলিবে?
ইয়েনি নির্মম পরিহাস!
ঘরত দইনদি বেড়া ন থাইলেঅ
আছে লাহার বাহার,
ফাকাফাকি কিন্তু বন্ধ নাই তার
শুধু শোঁ শাঁ দেহার!
কিছু নাই, লাহা গান আছে
আছে অহংকার, ঠাট,
যেইয়েনরে হয়, “উদ্দি ফিট ফাট
ভিতুরে ত সদরঘাট”।
লাহাবাজর বেয়াক গাল মারঅন
শেষ তো অইবু একদিন,
মানুষ যেদিনুত চিনিবু তারে
ছি ছি গরিবু রাইতদিন।
সম থাইকতে ভালা অইযঅ
বাদ দিঅ তোঁয়ার লাহা!
ভালা অইতে ফইসে ন লায়
ওয়া, ভাই ব্রাদার কাহা!
মোঃ নাজিম উদ্দিন
ডিসেম্বর ২৩, ২০২২
কয়েক বন্ধুর পরামর্শে প্রমিত বাংলায় অর্থটা লিখলামঃ
#
লাহা
লাহা অর্থ যতটুকু নয়
তার তিনগুণ বলা,
জমিদারি নাই, তবু জমিদার
আছে শুধু গলা।
লাহা মেরে ঢাহা পড়লো
কত হাজার কাবিল,
যতটুকু নয়, তার তিনগুণ বলা
মিথ্যা কথা শামিল।
তোমার দাদা শেঠের ছিল
প্রুর জমি জমা,
চাকর ছিলো, পুকুর ছিলো
নিজে কিন্তু অকর্মা!
চৌধুরী বংশ বা খান বংশ
ছিলো একটা ইতিহাস,
সেটা বলে আর কদিন চলবে?
এটাই নির্মম পরিহাস!
নেই ভালো ঘর, নেই প্রাসাদ
আছে লাহার বাহার,
অতিকথন কিন্তু বন্ধ নাই তার
না থাকলেও কিছু তাহার!
কিছু নাই, ‘লাহা’টাই আছে
আছে বেশ অহংকার,
যাকে বলে, “উপরে ফিট ফাট
ভেতরে কিন্তু সদরঘাট”।
লাহাবাজের সব অতিকথন
শেষ তো হবে একদিন,
মানুষ যেদিন চিনবে তারে
ছি ছি করবে রাতদিন।
সময় থাকতে ভালা হয়ে যাও
বাদ দাও তোমার লাহা!
ভালো হতে পয়সা লাগেনা
ওহে, ভাই ব্রাদার কাহা!
মোঃ নাজিম উদ্দিন
ডিসেম্বর ২৩, ২০২২