View : 74
 

#খামবিহীন_খোলা_চিঠি! -০১

প্রিয়জন,

কোনরূপ সম্বোধন না করিয়াই কটি কথা বলি::

১) অতিমাত্রায় বিনয় দেখাইতে যাওয়া বোকামি। এরূপ করিলে অপরজন বিনয়কে দুর্বলতা ভাবিয়া অপদস্ত, অবমূল্যায়ন করিতে দ্বিধা করিবেনা!

২) কোন মানুষকে অন্য কোন বন্ধু বা সুহৃদের সহিত পরিচয় করিয়া দিতে সাবধান! হইতে পারে, আপনার সেই বন্ধু নতুন বন্ধুর সহিত নতুন বন্ধুত্বের বাঁধনে পড়ে আপনারেই ভুলিয়া যাইবে!

৩) মানুষকে বিশ্বাস করিয়া যাহাই বলিয়া থাকো, মানু্ষ সেই বিশ্বাস ভঙ্গ করিবেই, ৯৯.৯৯ ভাগ ক্ষেত্রে বিষয়টা সত্য জেনো..

৪) রাজনীতি আর কুটনীতির উপর অন্ধ বিশ্বাস করিওনা। রাজনীতিতে শেষ বলিতে কিছু নাই; চিরশত্রু বা চিরমিত্রও কেহ নহে! রাজনীতিকে শাব্দিক অর্থে সংজ্ঞায়িত করিওনা। ইহা এখন আর ‘রাজার নীতি’ নাই: প্রজা, নয় বরং অতি নিম্ন শ্রেণির মানুষও তাহাতে বড় স্থান পাইয়া নিজেরে সামলাইতে পারেছেনা!

কুটনীতি সবার জন্য সাজেনা। না জেনে এ নীতিতে নীতিসঙ্গত হওয়া বোকামি!

৫) আপনি আপনার কাছেরর স্বজন, কাছের বন্ধুর দ্বারাই বেশি প্রতারিত, নির্যাতিত ও নিগৃহীত হইবেন!

৬) আপনার শক্তি জানান নিতে মহড়া দেওয়ার প্রয়োজন নাই। জানান দিতে গিয়া শক্তির খরচ নয়, বরং অপচয় হইবে। তবে শক্তি সঞ্চয় করুন, নিয়মিত।

আজ আর নহে। পরের চিঠিতে কিছু বলিবার চিন্তা করিতেছি…!

নিবেদক
মোঃ নাজিম উদ্দিন
পত্রলেখক
৩১ অক্টোবর ২০২২