কেমন আছে মধ্যবিত্ত?

Mar 18, 2021 | কবি ও কবিতা | 0 comments

View : 159
 

কেমন আছে মধ্যবিত্ত?

কেমন আছে সে মধ্যবিত্ত?
কেমন চলে দিনকাল?
কে বা ভাবে তাদের কথা?
সমস্যায় যখন নাকাল।

ছুটছে সবাই সুখের পানে
ভোগ বিলাসী মন,
মধ্যবিত্ত যে খাবার পানে
নিরস যে তার ক্ষণ।

চালের দামে, তেলের দামে
লেগেছে যেন আগুন,
ঋতুর সাজে, হৃদে না বাজে
বৈশাখ কি বা ফাগুন?

ধনীর যখন ‘চেকইন’ বেলা
অপচয় কারো স্বভাব,
তখন কারো ক্ষুধা বেলা
মধ্যবিত্তেও অভাব।

নিম্নবিত্ত মরেছে আগেই
কে নেয় তার খোঁজ?
একবেলাও জুটেনা কারো
নৈশ বা মধ্যাহ্নভোজ।

নগর বাতির রঙিন বাহার
পকেট কিন্তু সাদা,
কারো যখন ধনের পাহাড়
অনেক পেটে ক্ষুধা।

তোমার সুখের নেইকো দাম
পাশের জন অভুক্ত!
তোমার ধনের অংশেই তারা
হতো সংকট মুক্ত।

দানের সুধা অসীম সুখের
দাতা-ই মনের রাজা,
হিসাব তোমার অমিল হলে
দু’কূলেতেই সাজা।

———————–
মোঃ নাজিম উদ্দিন
১৮ মার্চ ২০২১