কেমনে তুমি ভাবো

Mar 3, 2021 | কবি ও কবিতা | 0 comments

View : 229
 

কেমনে তুমি ভাবো?

————————–

সবাই তোমার বন্ধু হবে
কেমনে তুমি ভাবো?
অসম বোধে, দুরূহ স্রোতে
কতটুকুই বা যাবো?

সবাই তোমার স্বজন হবে
ভাবছো কেন মিছে?
কেউ বা খুঁজে স্বার্থ শুধু
লোভে ছুটে পিছে।

সবাই তোমায় বাসবে ভালো
কেন দেখছো সপন?
কিছু স্বজন ভুলবে তোমায়
মিটলে প্রয়োজন।

কাল কি তুমি পাবে তাদের
লাগছে ভালো আজ?
ঘাট পেরিয়ে ভুলে সে খেয়া
নাই তাদের লাজ।

মরীচিকা দেখে হে জন
ছুটছো দিকবিদিক,
অশ্রু তোমার সাথী হবে
সময়ও অন্যদিক।

—-
মোঃ নাজিম উদ্দিন
০৩-০৩-২০২১

কেমনে তুমি ভাবো?

————————–

সবাই তোমার বন্ধু হবে
কেমনে তুমি ভাবো?
অসম বোধে, দুরূহ স্রোতে
কতটুকুই বা যাবো?

সবাই তোমার স্বজন হবে
ভাবছো কেন মিছে?
কেউ বা খুঁজে স্বার্থ শুধু
লোভে ছুটে পিছে।

সবাই তোমায় বাসবে ভালো
কেন দেখছো সপন?
কিছু স্বজন ভুলবে তোমায়
মিটলে প্রয়োজন।

কাল কি তুমি পাবে তাদের
লাগছে ভালো আজ?
ঘাট পেরিয়ে ভুলে সে খেয়া
নাই তাদের লাজ।

মরীচিকা দেখে হে জন
ছুটছো দিকবিদিক,
অশ্রু তোমার সাথী হবে
সময়ও অন্যদিক।

—-
মোঃ নাজিম উদ্দিন
০৩-০৩-২০২১