কি বা বলার আছে?
কেউবা আছি আলোচনায়
মজার ওয়াজটা কার?!
কেউবা আছি মজা করায়
ধন আছে ঢের কার!?
কেউ বা আছে পেঁয়াজ নিয়ে
দামটা ও ভাই কত?
কেউ বা খুঁজে ছবির পোস্টে
লাইক পড়েছে কত?
কেউ বা জমায় আড্ডা কত!
পরচুলা বা পর-ললনায়,
অনেকে আছে তো কাটায়
মিথ্যে গল্প-ছলনায়!
আছে অনেকে তুলনা শুধায়
কার পোশাকটা দামি!
সমালোচনায় লেগে থাকে কেউ
হোক স্ত্রী কিংবা স্বামী!
দাওয়াতে গেলে সমালোচনা
কোন খাবারটা বাজে!
সে-ই বেশিরভাগ ভুলটা খুঁজে
আসেনা যে কোন কাজে।
অমূল্য সময় মূল্য না দিয়ে
অপচয়ে যারা মজে,
সময় মানেই জীবন সেটা
বুঝবে কি সে সহজে?
আমার সময় আমি কাটাই
কার কি বলার আছে?
এমন করেও গর্ব যে করে
তার ধারে কে আছে?
এমন যদি হয় আচরণ
কে কাঁদে কে হাসে?
নিজের রাজ্যে রাজা সাজলে
কি বা বলার আছে?
——–
মোঃ নাজিম উদ্দিন
১৭-০১-২০২০