ঊনকবিতা
কঠিন সদা মানুষ চেনা
শঠ প্রতারক, কে-বা?
কে’ বা আসল, কে-বা নকল,
কে-বা চতুর- হা’বা?
বাঁচতে হলে পরখ লাগে
বাঁচাতে নিজের সুনাম,
সামনে এলে কতই বিনয়!
আড়ালে করে বদনাম!
কে-বা আপন, কে-বা পর
চিনি সে কতই পরে!
এরই মধ্যে ঠকছি কত!
ভন্ডের কবলে পড়ে!
——–
মোঃ নাজিম উদ্দিন
সেপ্টেম্বর ১২, ২০২১
#ঊনকবিতা
২০০তম পোস্ট