আমি কবি নই

Nov 1, 2020 | কবি ও কবিতা | 0 comments

আমি কবি নই

আমি কবি নই
নই কবিতার প্রতিবেশিও
কাব্যের আঁতুর ঘর আমার নয়
তবুও যেন এক অশান্ত পরিচয়
আবদ্ধ করেছে গাদ্যিক আমিকে
যদিও আমি কবি নই।

কবিতাও আমার নয়…
কিংবা হয়নি আমার
কবিতার ঘোমটা খোলার অধিকারে
দীর্ঘস্থায়ী কোন পরিণয়;
তবে প্রেমের অবাধ্য দৌড়ে
সব শেকল ছিড়ে, ছুটেছি অ-নীড়ে
লুকোচুরি, আড়চোখে দেখাটা হয়
তবে এ নয় অনিষিদ্ধ পরিণয়!

কবিতাকে আমি কখনো চাইনি
গৃহবধূ করে রাখার নেশায়,
দুর্বোধ্য, ঘোমটায় লুকানো অধর
ধরার প্রত্যয়ে আমি ছিলাম না..
কবিতায় আমার শুরুটা হোক, শেষ নয়
শব্দের মুর্ছনায় হোক কবিতার তাল, লয়।

—————————-
মোঃ নাজিম উদ্দিন
নভেম্বর ২০২০

 

লেখাটি লিখেছেন