আমার আমি

Sep 22, 2020 | কবি ও কবিতা | 0 comments

View : 153
 

আমার আমি

মোঃ নাজিম উদ্দিন

************

আমি কখনো
রাত্রি শেষে ভোরের কুয়াশার আড়াল,
কখনো বা রৌদ্রশেষে সুপ্রচ্ছন্ন বিকাল!
কখনো চিন্তাক্লিষ্ট চিন্তিত এ মন আমার,
কখনো উচ্ছল মনে সমুদ্র শত আশার।

কখনো কিংকর্তব্যে বিমূঢ় এক হ্যামলেট,
কভু ভাবলেশহীন ভাবনায় যেন নিরেট!
কখনো পথচলাতেই খুঁজি যত আনন্দ
কখনো বা নিথর পায়ে অলস মনেই ‘ছন্দ।

কখনো হতাশার ভবে আশার গালিভার,
কখনো বা পরার্থে ‘নিজ’হীনতাই সার!
কখনো প্রকৃত মনের প্রকৃতিতেই মোহ,
কখনো অন্যায়ে হই প্রতিবাদের দ্রোহ।

কখনো বাঁচতে ম্যাকিয়েভেলী-বেকন,
কখনো পরকালের মূল সত্যাবগাহন।
কখনো সত্য বন্ধুতে হয় অন্তরের আত্মীয়।
কখনো ভন্ড রক্তসম্পর্ককে ভাবি রক্তিয়!

কখনো ছলনাময়ের কান্নায় আসে হাসি
কখনো আন্তরিকতায় কান্নার জলে ভাসি।
কখনো জীবন থেকে নেয়া গল্প মিলাই,
কখনো গল্প দেখে জীবনটারে সাজাই!

কভু স্বার্থত্যাগী দেখে বিস্মিত ক্ষণ;
নিঃস্বার্থ গল্প দিয়ে সাজাই মম মনন।
কখনো জীবন যুদ্ধের স্বপ্ন নিয়ে বাঁচি,
সঙ্গী-কন্যা পরিজনের স্বপ্নে স্বপ্ন যাচি।

কভু কঠিন এ যুদ্ধে চাই যেন হাল ছাড়ি,
কখনো আশার তরী ভবনদ দেই পাড়ি।
কভু গগনবিদারী শব্দে উল্লাস যত মোর,
কভু উদাসীন মনে নিশ্চুপে কাটে ভোর।

কভু নিজেই লিখি,নিজের ভাবের ‘কবি’!
কচি হাতে আঁকি তাই ভাবনার মনচ্ছবি!

——–
মোঃ নাজিম উদ্দিন
nazim3852@gmail.com
২৩-০৯-২০১৬