আমার আছে শব্দদল

Dec 6, 2020 | কবি ও কবিতা | 0 comments

View : 193
 

আমার আছে শব্দদল

—————————

অর্থ বিত্ত চিত্ত বিনে সংকট আমার শতদল
কন্ঠ সুরে মরুর খড়া, ভব নদে অগভীর জল;
নিঃস্ব মনে বিশ্ব দেখার নাই কড়ি আর সম্পদদল
ব্যক্ত করার বর্ণ যতি, আমার আছে শব্দদল।

বজ্রকন্ঠ, তীব্র ধ্বনি নাই বা আছে এ’ আমার
নাইবা আছে শস্য কণা, গবাদি আর খামার;
নাইবা আছে তিমির গগনে আলোর চাঁদ পুর্ণিমার,
ঢেউ আসেনা গাঙ্গের জলে, তরণীর চলা নির্বিকার।

চলার পথে বন্ধুর মোর, কদাচিৎ বন্ধু জন,
সহস্র বদন থাকে, আপন আছেইনবা ক’জন?
ক্ষুদ্র যে মনটা বাজে, হরিৎ তবে তা সর্বক্ষণ,
আমার আছে শব্দ কথক, শব্দই পরম স্বজন।

দেহ যখন মন্থর হয়, শব্দে পাই আলোর বান,
অন্তরে যবে আঁধার অকাল, শব্দ আনে অর্থবান।
দুর্বার যখন দুঃখগতি, শব্দ আনে যতির বান;
নীরবতার ঐশ্বর্যে, নৈঃশব্দেও শব্দদলই গান।

————————–
মোঃ নাজিম উদ্দিন
০৬-১২-২০২০