আমরা মানুষ, বড্ড বিচিত্র!

Nov 26, 2021 | আত্মউন্নয়ন ও মোটিভেশন, গল্প প্রবন্ধ উপন্যাস | 0 comments

View : 209
 

আমরা মানুষ, বড্ড বিচিত্র!

 

আমরা আমাদের সর্বোচ্চ অধিকার আদায়ে যারপরনাই চেষ্টায় থাকি,
তবে আমাদের ন্যুনতম দায়িত্বপালনে সচেতনতা দেখাইনা।

আমরা অপরের দোষ খুঁজতে পারলে প্রুফ রিডারের মতো কন্ট্রাস্ট কালি, বিশেষত, লাল কালি দিয়ে তা তুলে ধরি,
তবে নিজের দোষ তো দূরের কথা, অসংগতিও স্বীকার করতে চাইনা!

আমরা ‘পরের কারণে স্বার্থ’ দিতে সবসময়ই ভুলে যাই, তবে পরের স্বার্থের অংশ নিজের করে নিতে বেশ বদ্ধপরিকর।

আমরা সহজ সরল মানুষকে বোকা ভাবি; ভাবি, এ লোক অথর্ব, কিছুই হবেনা তাকে দিয়ে; আর জটিলর প্রকৃতির মানুষকে ‘চালাক’ বা ‘চতুর’ না ভেবে ‘বুদ্ধিমান’ বলে স্বীকৃত দিয়ে নিজেদের বুদ্ধির গভীরতা প্রকাশ।করি!

আমরা দায়িত্ব দিয়ে দায়িত্ব পালনকারীদের ভুল বের করার চেয়া করি, আর যারা দায়িত্ব নেন না বা নিয়েও পালন করেননা, তাদের ‘ভাল’ মানুষষ উপাধী দিয়ে থাকি!

আমরা অন্তর্মুখী স্বভাবের মানুষদের সহজেই “অসামাজিক মানুষ” তকমা লাগিয়ে দিই, আর যারা বহির্মুখী, মিশুক, তাদের বাছাল, ব্যক্তিত্বহীন ইত্যাদি বিশেষণে বিশেষায়িত করি!

আমরা দুর্বলের দুর্বলতা জনসমক্ষে এনে তাকে আরো দুর্বল করে নিজেদের দুর্বলতার পরিচয় দিই; অন্যদিকে ‘সবল’ এর দোষ খোঁজার চেষ্টাও না করে নিজেদের সবল দুর্বলতাকে নিজেদের অলক্ষ্যে প্রকাশ করি!

আমরা যে সামান্য দান বা অনুদান দিয়ে অন্তত অংশগ্রহন করে, তাকে প্রায়শই তিরষ্কৃত করি; আর যে কোন অংশগ্রহণই করেনা, তাকে নিরাপদ ও নিষ্কলুষ রাখি!

হায়রে মানুষ!!! বড্ড বিচিত্র !


মোঃ নাজিম উদ্দিন
নভেম্বর ২৬, ২০২১