আজকাল ভাবনা
আজকাল প্রায়শ ভয় হয় সবকাজে
অসৎ পঙ্কিল তবুও সৎ সাজে!
অমানু্ষ প্রায়শই মানুষ সাজে
শটতাও বাস করে স্বজনমাঝে
সবাই কেমন জানি আপন সাজে!
আজকাল ভয় হয় অনেক কাজে!
রূপসীর রূপগুণ আর স্বরূপ মাঝে
ব্যাকুল হৃদ হারায় উত্তাল প্রেমমাঝে
অতপর মুখখানি হৃদয়ে অবলোপনে
সবটাতে যেন সাজের ছন্দবাজে
রক্তক্ষরণ, হৃদয়ক্ষরণ হয় সঙ্গোপনে
তবে কী রূপ ছিল বহুরূপ সাজে?
আজকাল ভয় হয় অনেক কাজে!
এতকিছুর পরও মন, ব্যাকুল সর্বক্ষণ
স্বজনের দিকে ছুটে হৃদয় পানে
বন্ধুর পথ বেয়ে বন্ধুরই খোঁজে
একাকী হেঁটে পথ, ব্যর্থ মনোরথ
জীবন খুঁজে পাই সঙ্গী মাঝে
ভয়কে জয় করি জীবন মাঝে।
আলো দিয়ে জয় করি আঁধার মাঝে,
আশায় তাড়াই হতাশা সবকাজে
আশার স্বপ্ন বুনি জীবন মাঝে।
—
মোঃ নাজিম উদ্দিন
আগষ্ট ২১, ২০২২