ভাবনার অন্তরালে

Jan 6, 2022 | কবি ও কবিতা | 0 comments

ভাবনার অন্তরালে

একদা সব সকাল গোধুলীতে হারায়
সব সন্ধ্যা রাতের কৃঞ্চগহবরে..
রাত শেষে ভোর হয় নিয়ত নিয়ম…
সব প্রত্যুষ শিশির ফোটা সরোবরে..

এভাবে সকল দিন, বছর অবসান..
নিশ্চিহ্ন হয় জীবন, থাকেনা নিশান!
তুমি আমি সকলে পরে মহাকাল তরে
কে জানে? কে আগে, কে বা পরে!

তিনিই রব, যিনি রবেন অনন্ত অসীম
তিনিই রহমান, খালেক, তিনিই রহীম..

তাঁর-ই বাম জঁপি, করি পূর্ণ সমর্পণ
এ যেন হোক মোর আজন্ম অর্জন।।।


নাজিম
জানুয়ারী ৭, ২০২২

লেখাটি লিখেছেন