আলো আসবেই…

Sep 12, 2020 | কবি ও কবিতা | 0 comments

আলো আসবেই…


কোথাও আজ স্বস্তি নেই….

আতঙ্কহীন কোন ঘর নেই..

করোনা ছাড়া আর শব্দ নেই..

টেস্টে ভীড়ের কমতি নেই..

রিপোর্ট পাওয়াতে দ্রুততা নেই.

হাসপাতালেও যে সিট নেই..

বাজারে সুলভে সরঞ্জাম নেই,

মানুষের চোখে ঘুম নেই;

সড়কে যদিও ভীড় নেই;

বাজার যদিও খোলা নেই;

গণপরিবহন ততটা চালু নেই;

তবুও, কোথাও আজ স্বস্তি নেই।।

তবে রবের রহমতে কমতি নেই..

করুণায় তাঁর যে তুলনা নেই..

সে করুণা শুধু যে স্বর্গেই নেই..

মর্ত্যেও যে আছে দয়াময় সেই..

তাই চিকিৎসকের বিরক্তি নেই..

পুলিশ ভাইদের ক্লান্তিও নেই..

স্বেচ্ছাসেবকদের আলস্য নেই..

বিশ্বাসীদের যে সংশয় নেই..

আশাবাদির কোন দুশ্চিন্তা নেই.

মানবতাবাদির কোন স্বার্থ নেই..

মুত্তাকীদের যে হতাশা নেই..

কখনো তারা হারায়না খেই..

সংকল্পে কোন সংশয়ে নেই..

দুর্গম গিরি, তবু ক্লান্তি নেই..

আলোর বাস সে আঁধারেতেই. .

অমানিশা শেষে ভোর আসবেই…

অমানিশা শেষে ভোর আসবেই…

 

মো. নাজিম উদ্দিন:
০৭-০৬-২০২০
Nazim3852@gmail.com

লেখাটি লিখেছেন